বাংলাদেশে পাইলট হতে হলে কোথায় যেতে হবে?

contact-to-be-a-pilot-image

বাংলাদেশে পাইলট হতে হলে কোথায় যেতে হবে? শিক্ষা গত যোগ্যতা কি? বয়স এবং শারীরিক যোগ্যতা কি? এইসব বিষয়ে সাম্প্রতিক কালে আমার কাছে অনেক প্রশ্ন আর কৌতুহলদ্দিপক প্রশ্ন এসেছে, এ বি সি রেডিও তে আমার জীবনের গল্প প্রচার হবার পর থেকেই। ব্যাস্ততার কারনে এতদিন সবাইকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারিনি। আজকের এই পর্বে আমাদের বাংলাদেশে পাইলট হতে হলে সব প্রয়োজনীয় তথ্য নিচে সংকলিত করার চেষ্টা করলাম। যারা এই বিষয়ে আগ্রহী, আশা করি তারা উপকৃত হবে।

দুই ধরনের পাইলট আছে আমাদের দেশে, ১) সামরিক পাইলট আর ২) বেসামরিক পাইলট। সামরিক পাইলট রা সাধারনত আসে বিমান বাহিনী, নৌ বাহিনী আর সেনা বাহিনি থেকে। আমি যেহেতু বিমান বাহিনীতে ছিলাম, আমি বিমান বাহিনীতে পাইলট হিসাবে যোগ দেবার ন্যূনতম যোগ্যতা সমুহ দেবার চেষ্টা করছি।

১) সামরিক পাইলটঃ
বিমান বাহিনীর পাইলট দের কে বলে জি ডি পাইলট বা জিডি (পি) -জেনারেল ডিউটি পাইলট। জিডি পি ব্রাঞ্চ এ যোগ দিতে হলে এইচ এস সি তে ন্যূনতম জি প এ -৩.৫০ পেতে হবে বিজ্ঞান বিভাগে (গনিত সহ – আবশ্যিক বা ঐচ্ছিক যাতে লেটার গ্রেড হতে হবে ন্যূনতম ডি।) অথবা এ লেভেল সম্পন্ন যাতে পদার্থ বিজ্ঞান এবং গনিত সহ (দুই বিষয়েই লেটার গ্রেড হতে হবে ন্যূনতম ডি।)বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে সর্বচ্চ ২১ বছর। নাগরিকত্ব- বাংলাদেশী। বৈবাহিক অবস্থা- অবিবাহিত উচ্চতা- ৬৪ ইঞ্চি -পুরুষ-৬২ ইঞ্চি- মহিলা বুকের মাপ- ৩২ ইঞ্চি – পুরুষ- ২৮ ইঞ্চি মহিলা বুক সম্প্রসারন – ২ ইঞ্চি ওজন- উচ্চতা এবং বয়স অনুপাতে চোখের দৃষ্টি ক্ষমতা- ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা নির্বাচনের পদ্ধতিঃ

প্রাথমিক লিখিত পরীক্ষা – আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞ্যান প্রাথমিক ডাক্তারি পরীক্ষা প্রাথমিক ইন্টার্ভিউ। আই এস এস বি চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা চূড়ান্ত নির্বাচন http://www.dhakatimes.net/bangladesh-air-force-job-as-offi…/
নোটঃ বিমান বাহিনীতে জি ডি পি ব্রাঞ্চে চূড়ান্ত নির্বাচিত হলে, সরকারি খরচেই একজন পাইলট হতে পারবে, নিজ যোগ্যতা বলে। নৌ বাহিনী আর সেনা বাহিনীতে খবর নিলে আর বিস্তারিত জানা যাবে তাদের বাহিনীতে পাইলট হলে কি কি প্রয়োজন।

২) বেসামরিক পাইলটঃ বাংলাদেশে বেসামরিক পাইলট শুধু মাত্র ফিক্সড উইং বিমানের জন্য আছে, হেলিকপ্টার এর জন্য কোন ফ্লায়িং স্কুল নাই। বাংলাদেশের সব হেলিকপ্টার পাইলট আসে মুলত বিমান বাহিনী থেকে অথবা কিছু কিছু নৌ এবং সেনা বাহিনী থেকে,
সুতরাং নিচে বাংলাদেশে বেসামরিক ক্ষেত্রে বিমান চালনা শেখা আর পাইলট হবার ন্যূনতম যোগ্যতা আর প্রয়োজনীয়তা নিচে আলাপ করব। বাংলাদেশে বেসামরিক বিমান চালনার নিয়নত্রক সংস্থা হল সিএএবি (সিভিল এভিএশন অথোরিটি অফ বাংলাদেশ) তাদের নীতিমালা অনুযায়ী সব কিছু পরিছালিত হয়। সি এ এ বি লিঙ্কঃ http://www.caab.gov.bd/ano/anoopsa5.pdfস্টুডেন্ট পাইলট হতে হলে নিম্ন লিখিত যোগ্যতা লাগেঃ আবেদনের সময় ন্যূনতম ১৬ বছর হতে হবে এস এস সি (বিজ্ঞান) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ডাক্তারি পরীক্ষা – ক্লাস ২ মেডিকেল স্ট্যাটাস। এর মাধ্যমে আবেদন কারী শিক্ষানবিস পাইলট হিসাবে গ্রাউন্ড এবং ফ্লাইং লেসন নিতে পারবে। তাঁর লাইসেন্স এর মেয়াদ হবে মেডিকেল পরিক্ষার দিন থেকে এক বছর।

প্রাইভেট পাইলট লাইসেন্স পেতে হলে নিম্ন লিখিত যোগ্যতা লাগেঃ আবেদনের সময় ন্যূনতম ১৭ বছর হতে হবে এস এস সি (বিজ্ঞান) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ডাক্তারি পরীক্ষা – ক্লাস ২ মেডিকেল স্ট্যাটাস। তাঁর লাইসেন্স এর মেয়াদ হবে মেডিকেল পরিক্ষার দিন থেকে এক বছর।

গ্রাউনড সাবজেক্টঃ সিএএবি থেকে অংশ গ্রহন কৃত তত্ত্বীয় বিষয়ে পাস করতে হবে। উড্ডয়ন অভিজ্ঞতাঃ একটি অনুমোদিত সিলেবাস এর অধিনে ন্যূনতম ৪০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে। তারপর সিএএবি পরীক্ষক এর দ্বারা পি পি এল ফ্লায়িং পরীক্ষা পাস করলে পড়ে পি পি এল ইস্যু হবে।

কমার্শিয়াল পাইলট লাইসেন্স বা (সি পি এল)
পেতে হলে নিম্ন লিখিত যোগ্যতা লাগেঃ আবেদনের সময় ন্যূনতম ১৮ বছর হতে হবে এইচ এস সি (বিজ্ঞান – পদার্থ এবং গনিত সহ) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ডাক্তারি পরীক্ষা – ক্লাস ১ মেডিকেল স্ট্যাটাস। তাঁর লাইসেন্স এর মেয়াদ হবে মেডিকেল পরিক্ষার দিন থেকে এক বছর।

গ্রাউনড সাবজেক্টঃ সিএএবি থেকে অংশ গ্রহন কৃত তত্ত্বীয় বিষয়ে পাস করতে হবে। উড্ডয়ন অভিজ্ঞতাঃ ন্যূনতম ২০০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা অথবা একটি অনুমোদিত সিলেবাস এর অধিনে ন্যূনতম ১৫০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে। ২০০ ঘণ্টা এর মধ্যে ১০০ ঘণ্টা পাইলট ইন কমান্ড উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে অথবা একটি অনুমোদিত সিলেবাস এর অধিনে ন্যূনতম ৭০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে। তারপর সিএএবি পরীক্ষক এর দ্বারা সি পি এল ফ্লায়িং পরীক্ষা পাস করলে পড়ে সি পি এল ইস্যু হবে।

বাংলাদেশে বেশ কিছু বেসামরিক উড্ডয়ন প্রশিক্ষন স্কুল আছে এদের সম্পর্কে নিচে দেয়া হলঃ

1) Bangladesh Flying Academy and General Aviation Limited Bangladesh Flying Academy and General Aviation Limited will conduct a flying course (PPL/CPL) with effect from 20/08/2014. Applications are invited from candidates fulfilling following requirements: 1. Age not less than 16 years on the date of Application. 2. Education: H S C (or equivalent) Science, minimum GPA 3.0 with Physics and Mathematics. Application forms are available at the Academy at a cost of TK. 200/= Desirous eligible candidates are requested to apply on or before 04/08/2014. Feel free to call 8901190 Contact Address: Bangladesh Flying Academy and General Aviation Limited Hazrat Shahjalal International Airport Kurmitola, Dhaka – 1229 Bangladesh: Telephone Number: +88028901190, +88028901020 Mobile Number: 01941203410, 01816065299
2) TAC flying training school:http://www.tac-aviation.com/ TAC Flying Training School has planned for start following Certification and Rating Courses: a) Private Pilot Course (PPL) b) Commercial Pilot Course (CPL) c) Instrument Rating Course (IR) d) Ground Instructor Course (GI) e) Flight Instructor Course (FI) and f) Additional aircraft category or class rating courses g) Maintenance courses h) Ground Handling courses i) Cabin crew courses
Flying Training Cost in TAC flying training school: For PPL : All cost included: BDT 10,75000/- For CPL: All cost included: BDT 23,75000/-
3) Galaxy Flying Academy Limited:http://www.galaxyflyingacademy.com/index.php
Private Pilot License:
• Minimum 16 years of age• Education: minimum SSC or equivalent• English proficiency- minimum level 3• Medical fitness – minimum class II• Approval from CAAB• Ground class – 320 hours• Flying – 40 hours
Commercial Pilot License:
• Valid PPL• Minimum 17 years of age• Education: HSC or equivalent• Medical fitness – minimum class I• English proficiency – minimum level 4• Approval from CAAB• Ground class – 375 hours• Flying – 110 hours
Fees & Payment
• Private Pilot License (PPL) : 1050000 TK• Commercial Pilot License (CPL) : 2000000 TK• Flight Instructor Rating : 650000 TK ( Excluding IT Ground Course )• Conversion : 250000 TK (Excluding Refresher Course )
4) Arirang Flying School http://www.arirangaviation.com/ E-mail : school@arirangaviation.com Contact: 01710-812878,01676-050935 MR. DIPANKAR BHATTACHARJEE (+88 01790346180) MR. MIZANUR RAHMAN (+88 01710812878) E-mail : school@arirangaviation.com
5) BLUE FLYING ACADEMY LTD http://www.blueflyingacademyltd.com/Flying Courses : Presently the BLUE FLYING ACADEMY LTD offers a variety of courses in accordance with the rules and regulations of Civil Aviation Authority of Bangladesh. Private Pilot’s License (PPL) Course
Prerequisites : Minimum age for Student Pilot’s License – 16 years Education: Minimum SSC/ ‘O’ Level equivalent (with Physics & Mathematics) Proficient in English language. Medical fitness as per CAAB rules. Acceptance of Enrollment – by CAAB
Commercial Pilot’s License” (CPL) Course
Prerequisites Private Pilot License (PPL) Minimum 17 years of age Education: Minimum HSC / ‘A’ Level equivalent, With Physics & Mathematics Medical Fitness as per CAAB rules. Proficient in English language

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>